Tafsir-e-Quran সূরা আল বাকারা আয়াত (৮১-৮৫) - Tafsir e quran-তাফসীরে কোরআন

Tafsir e quran-তাফসীরে কোরআন

আসুন কোরআনের বাংলা অর্থ পড়ি ও জানি
thumbnail

সূরা আল বাকারা আয়াত (৮১-৮৫)

Tafsir-e
Surah Baqara ayat(81-85)
Surah al baqara (81-85)

-quran

সূরা আল বাকারা আয়াত (৮১-৮৫)


👉 পর্ব -১৬
✍️ পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

🌷সুরা আল বাকারা(আয়াত ৮১-৮৫))


৮১. হ্যাঁ, যে ব্যক্তি পাপ অর্জন করেছে এবং সে পাপ তাকে পরিবেষ্টিত করে নিয়েছে, তারাই দোযখের অধিবাসী।তারা সেখানেই চিরকাল থাকবে।

৮২. পক্ষান্তরে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে ,তারাই জান্নাতের অধিবাসী।তারা সেখানেই চিরকাল থাকবে।

৮৩. যখন আমি বনী-ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার নিলাম যে, তোমরা আল্লাহ ছাড়া কারো উপাসনা করবে না,পিতা-মাতা, আত্মীয়-স্বজন, এতীম ও দীন-দরিদ্রদের সাথে সদ্ব্যবহার করবে, মানুষকে সৎ কথাবার্তা বলবে, নামাজ প্রতিষ্ঠা করবে এবং যাকাত দেবে, তখন সামান্য কয়েকজন ছাড়া তোমরা মুখ ফিরিয়ে নিলে, তোমরাই অগ্রাহ্যকারী।

৮৪. যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিলাম যে, তোমরা পরস্পর খুনাখুনি করবেনা এবং নিজ দিগকে দেশ থেকে বহিষ্কার করবে না, তখন তোমরা তা স্বীকার করেছিলে এবং তোমরা তার সাক্ষ্য দিচ্ছিলে।

৮৫. অতঃপর তোমরাই পরস্পর খুনাখুনি করছ এবং তোমাদেরই একদলকে তাদের দেশ থেকে বহিষ্কার করছো। তাদের বিরুদ্ধে পাপ ও অন্যায়ের মাধ্যমে আক্রমণ করছ। আর যদি তারাই কারও বন্দী হয়ে তোমাদের কাছে আসে, তবে বিনিময় নিয়ে তাদের মুক্ত করছ। অথচ তাদের বহিষ্কার করাও তোমাদের জন্য অবৈধ। তবে কি তোমরা গ্রন্থের কিয়দংশ বিশ্বাস করো এবং কিয়দংস অবিশ্বাস কর! যারা এরূপ করে, প্রার্থীর জীবনে দুর্গতি ছাড়া তাদের আর কোনই পথ নেই। কিয়ামতের দিন তাদের কঠোরতম শাস্তির দিকে পৌঁছে দেওয়া হবে। আল্লাহ তোমাদের কাজ-কর্ম সম্পর্কে বে খবর নন।

🌎 আল্লাহ তায়ালা যা বলেছেন সত্য বলেছেন।

 
--------উপরিউক্ত আয়াতসমূহের ব্যাখ্যা--------

▪️৮৩ নং আয়াতের ব্যাখ্যা ▪️
উক্ত আয়াতে সৎ কথাবার্তা দ্বারা এমন কথা বোঝানো হয়েছে, যা সৌন্দর্য মন্ডিত। এর অর্থ এই যে, যখন মানুষের সাথে কথা বলবে, নম্রভাবে হাসিমুখে ও খোলা মনে বলবে-যার সাথে কথা বলবে, সে সৎ হোক বা অসৎ, সুন্নি হোক বা বেদাতি। তবে ধর্মের ব্যাপারে শৈথিল্য অথবা কারো মনোরঞ্জনের জন্য সত্য গোপন করবে না। কারণ আল্লাহ তাআলা হযরত মূসা ও হারুন আলাইহিস সালামকে নবুওয়াত দান করে ফেরাউনের প্রতি পাঠিয়েছিলেন, তখন এ নির্দেশ দিয়েছিলেন "তোমরা উভয়েই ফেরাউনকে নরম কথা বলবে। আজ যারা অন্যের সাথে কথা বলে, তারা হযরত মূসা আলাইহিস সালাম এর চাইতে উত্তম নয় এবং যার সাথে কথা বলে, সেও ফেরাউনের অপেক্ষা বেশি মন্দ ও পাপিষ্ঠ নয়।

▪️৮৪ নং আয়াতের শানে নুযূল▪️
১. পরস্পর খুনাখুনি করবে না। ২. কেউ কাউকে বহিষ্কার করবে না। ৩. নিজেদের মধ্যে কেউ বন্দী হলে তাকে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনবে। এই তিনটি নির্দেশের মধ্যে প্রথম দুটি তারা লঙ্ঘন করতো। কিন্তু তৃতীয়টি মানার ব্যাপারে তৎপর ছিল। ঘটনাটির মূল বিবরণ হল এই, মদিনাতে দুটি আনসার গোত্র বাস করত আউস এবং খাজরাজ। আউস এবং খাজরাজের মাঝে দ্বন্দ্ব লেগে থাকতো। কখনো কখনো এ দ্বন্দ্ব যুদ্ধের পর্যায়ে চলে যেত। পাশাপাশি সেখানে দুটি ইহুদী গোত্র বাস করত। বনি কুরাইজা ও বনি নজির। বনি কুরাইজা ছিল আউসের বন্ধু আর বনি নজির ছিল খাজরাজের বন্ধু। ফলে আউস এবং খাজরাজের লড়াই যখন শুরু হতো, তখন বনি কুরাইজা ও বনী নজির ও তাদের বন্ধুদের পক্ষ নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করতো, তাতে আউস এবং খাজরাজের যেমন মারা যেত তেমনি বনি নজিরও বনি কুরাইজার লোকও মারা যেত। একে অপরকে দেশান্তর করতো; কিন্তু তাদের একটি আচরণ ছিল অদ্ভুত। যখন তাদের কেউ প্রতিপক্ষের হাতে বন্দি হত তখন মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনতো। তাদের এহেন দৃষ্টান্ত পূর্ণ আচরণের জবাবে আল্লাহপাক এই আয়াতগুলো নাযিল করেন। আর তাদেরকে যখন জিজ্ঞাসা করা হত আপনারা বন্দীদেরকে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনেন কেন? তখন তারা বলে এটা আল্লাহর নির্দেশ। তাহলে যুদ্ধ করেন কেন? আমাদের মিত্ররা হেরে যাবে এই লজ্জায়।

▪️৮৪ নং আয়াতে ব্যাখ্যা▪️
উক্ত আয়াতে "যখন আমি তোমাদের থেকে এ প্রতিশ্রুতি নিলাম যে; বাক্যদ্বারা যদিও মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর সমসাময়িক ইহুদিদেরকে সম্বোধন করা হয়েছে, কিন্তু তাদের পূর্বপুরুষদের আচরণ ও ক্রিয়াকলাপ তুলে ধরে তাদের ঘটনা স্মরণ করিয়ে উপদেশ দেওয়া উদ্দেশ্য। উক্ত আয়াতে অঙ্গীকারের বিষয়বস্তু উল্লেখ করে পরবর্তী আয়াত সমূহে তাদের আচরণ ও ক্রিয়াকলাপ যে সে অঙ্গীকারের বিপরীত কর্ম তা বর্ণনা করা হয়েছে।  
এতএব তাদের কর্ম দ্বারা অঙ্গীকার ভঙ্গ হচ্ছে। কেননা তখন আল্লাহ তো বর্তমান এবং অনাগত ভবিষ্যতে ইহুদিদের জন্যই অঙ্গীকার পেশ করেছিলেন। আর তারাই অঙ্গীকার করেছিল সকল ইহুদীদের পক্ষে। সুতরাং মহানবীর সমসাময়িক ইহুদীরাও অঙ্গীকারের মধ্যে শামিল এবং তারাও নিজ অঙ্গীকারের বিপরীত কর্ম করে যাচ্ছে।

চলবে ইনশাআল্লাহ....

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About

এই ব্লগটি সন্ধান করুন

Copyright . Blogger দ্বারা পরিচালিত.

সূরা বাকারা আয়াত ৯১-৯৫

Tafsir-e-quran সূরা বাকারা আয়াত (৯১-৯৫) পর্ব -১৮ ✍️ পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। 🌷সুরা আল বাকারা(আয়াত ৯১-৯৫) ৯১. আর...