👉পর্ব -১৩
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
সূরা আল
বাকারা (আয়াত ৬৬-৭০)
৬৬. অতঃপর আমি এ ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য
দৃষ্টান্ত এবং আল্লাহভীরুদের জন্য উপদেশ গ্রহণের উপাদান করে দিয়েছি।
৬৭. যখন মূসা
আলাইহিস সালাম স্বীয় সম্প্রদায়কে বললেন: আল্লাহ তোমাদের একটি গরু জবাই করতে
বলেছেন। তারা বলল, তুমি কি আমাদের সাথে উপহাস করছো? মূসা আলাইহিস সালাম বললেন,
মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি।
৬৮. তারা বলল,
তুমি তোমার পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করো, যেন সেটির রূপ বিশ্লেষণ করা
হয়। মূসা আলাইহিস সালাম বললেন, তিনি বলেছেন, সেটা হবে একটি গাভী, যা বৃদ্ধ নয় এবং
কুমারী ও নয়। বার্ধক্য ও যৌবনের মাঝামাঝি বয়সের। এখন আদিষ্ট কাজ করে ফেলো।
৬৯.
তারা বলল, তোমার পালনকর তার কাছে আমাদের জন্য প্রার্থনা করো যে, তার রং কিরূপ হবে?
মূসা আলাইহিস সালাম বললেন, তিনি বলেছেন যে, গারো পীতবর্ণের গাভী-যা দর্শকদের চমৎকৃত
করবে।
৭০. তারা বলল, আপনি প্রভুর কাছে প্রার্থনা করুন-তিনি বলে দিন যে, সেটা কিরূপ?
কেননা, গরু আমাদের কাছে সাদৃশ্যশীল মনে হয়। ইনশাআল্লাহ এবার আমরা অবশ্যই পথ
প্রাপ্ত হব। মূসা আলাইহিস সালাম বললেন, তিনি বলেন যে, এ গাভী ভূকর্ষণ র্ষণ ও জল
সেচনের শ্রমে অভ্যস্ত নয়-হবে নিষ্কলঙ্ক ,নিখুঁত।
🌍 আল্লাহ তায়ালা সত্য বলেছেন।
-------------উপরিউক্ত আয়াতসমূহের ব্যাখ্যা-------
গাভী জবাইয়ের ঘটনা
হযরত
আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু এবং অন্যান্য মুফাসসিরগণের মতে,
বনি ইসরাইলদের মধ্যে একটি হত্যাকান্ড সংঘটিত হয়েছিল। যার বর্ণনায় উল্লেখিত আয়াত
সমূহ অবতীর্ণ হয়। ➡️
ঘটনার বিবরণঃ
বনি ইসরাইলের মধ্যে "আদিল" নামের বিপুল সম্পদের
অধিকারী ও ধনী ব্যক্তি ছিল। তার কোন পুত্র সন্তান ছিল না। একমাত্র কন্যা ও এক
ভাতিজা ছিল। ভাতিজা স্বত্ত পাওয়ার লালসায় এবং একমাত্র কন্যা কে বিয়ের উদ্দেশ্যে
তাকে হত্যা করতে ইচ্ছা করে এবং হত্যার রক্তপণ অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা
করে। তাই একদিন সুযোগ মত চাচা কে হত্যা করে রাস্তার মোড়ে রেখে আসে এবং হযরত মুসা
আলাইহিস সালাম এর নিকট এসে বললো যে, কে তাদের চাচা কে হত্যা করেছে, তারা জানে না।
অথবা, মৃতদেহের নিকটস্থ থেকে রক্তমূল্য দাবি করে। তখন হযরত মূসা আলাইহিস সালাম
আল্লাহ তাআলার নির্দেশে তাদেরকে একটি গরু জবাই করতে আদেশ দিলেন এবং জবাইকৃত গরুর
একাংশ মতান্তরে লেজ বা মেরুদণ্ড কিংবা রান মৃত ব্যক্তির গায়ে স্পর্শ করলে সে জীবিত
হয়ে বলে দেবে, কে তাকে হত্যা করেছে। তারা যেকোন একটি গরু জবাই করে সেটার অংশ
দ্বারা মৃত ব্যক্তিকে স্পর্শ করলে হত্যাকারীর সন্ধান পাওয়া যেত। কিন্তু তাদের
চিরাচরিত অভ্যাস ও প্রকৃতি অনুযায়ী নানাপ্রকার বাদানুবাদের অবতারণা করতে থাকলে
আল্লাহ তায়ালা শর্ত করে দিলেন যে, নিখুঁত, নির্মল, কাজে অব্যবহৃত, গাঢ় রংএর একটি
মধ্যবয়সী গরু জবাই করতে হবে। অবশেষে তারা এরূপ একটি গরু বহুমূল্য ক্রয় করে জবাই
করে তার একাংশ দ্বারা মৃত ব্যক্তির দেহে স্পর্শ করলে সে জীবিত হয়ে বলে দিও যে, তার
ভাতিজা ধন সম্পদের লোভে বা কন্যাকে বিয়ের লালসায় তাকে হত্যা করেছে। এত টুকু বলে
সে আবার মৃত্যুমুখে পতিত হলো। ফলে হত্যাকারীর সন্ধান পাওয়া গেল এবং বনি ইসরাইলের
মধ্যকার রক্তক্ষয়ী সংঘর্ষ এড়ানো সম্ভব হবে।
➡️
গাভী জবাইয়ের ঘটনাটি বর্ণনার
কারণঃ
আল্লাহ তাআলা বনী-ইসরাঈলকে গাভী জবাইয়ের ও ঐতিহাসিক ঘটনা স্মরণ করিয়ে দুটি
বিষয়ের প্রতি মনোযোগ আকর্ষণ করেছে।
১. এ ঘটনাটি পরলোক অবিশ্বাসীদের জন্য একটি
শিক্ষণীয় বিষয় যে, বনি ইসরাইলদের মধ্যে সংঘটিত এ ঘটনাটি মৃতকে পুনর্জীবিত করনের
ওপরে একটি ঐতিহাসিক সাক্ষীরূপে বিদ্যমান রয়েছে। অতএব, আল্লাহ তা'আলা তখন মৃতদেরকে
জীবিত করে সেভাবে নিজের কুদরত প্রদর্শন করেছেন, তোমরা বুঝে নাও যে, কেয়ামতের দিনও
এরূপে মৃতকে তিনি জীবিত করবেন।
২. এ ঘটনার মাধ্যমে বনী ইসরাঈল কে একথা জানিয়ে
দেওয়া যে, আল্লাহ তাআলা তোমাদেরকে অর্থাৎ তোমাদের এবং তোমাদের পূর্বপুরুষদেরকে এত
অধিক সংখ্যায় স্বীয় কুদরত প্রদর্শন করেছেন যে, যদি অন্য কোন কওমের সম্মুখে এসব
কুদরত প্রদর্শন করা হতো, তবে তারা চিরতরে আল্লাহ তায়ালার ফরমাবরদার হয়ে যেতো।
তাদের অন্তরে এক মুহূর্তের জন্যও তার নাফরমানির কল্পনাও দিতে হতো না। কিন্তু
তোমাদের এবং তোমাদের পূর্ব পুরুষদের মধ্যে এর কোন প্রতিক্রিয়া হলো না। আর যদি হয়ে
থাকে তাহলে তা নিতান্ত অস্থায়ী ও নিষ্ক্রিয়ই প্রমাণিত হয়েছে। আজও যদি তোমরা হযরত
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরোধিতা করো, তবে তা হবে তোমাদের
জন্মগত ও স্বভাবগত একগুয়েমী এবং মূর্খতার ফল।
৬৭.আয়াতের ব্যাখ্যাঃ পুলিশ ফাইল
মুসা আলাই সালাম এর নিকট নিহত হন্তা নির্ধারণের আবেদন করেছিল, এ পরিপ্রেক্ষিতে তিনি
গাভী জবাইয়ের নির্দেশ দিয়েছিলেন। তাদের নিবেদিত বিষয়ে আর গরু জবাইয়ের মধ্যে
সামঞ্জস্য না থাকায় তারা ধারণা করেছিল যে, তিনি তাদের সাথে বিদ্রূপাচরণ করছেন। অথচ
গাভী জবাই করে ওটার কিছু অংশ দ্বারা মৃত ব্যক্তিকে আঘাত করলে সে জীবিত হয়ে হত্যা
কারীর কথা বলে দেবে একথা তিনি তাদেরকে বলেননি। তাই তারা ধরে নিয়েছিল যে, এ আদেশটি
বিদ্রূপাত্মক। চলবে....
<a href="https://www.teacheron.com/tutor-profile/6ZU3?r=6ZU3" target="_blank" style="display: inline-block;"><img src="https://www.teacheron.com/resources/assets/img/badges/viewMyProfile.png" style="width: 120px !important; height: 52px !important"></a>
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments