Tafsir-e-quran
সূরা বাকারা আয়াত (৭৬-৮০)
![]() |
Surah Baqara ayat (76-80) |
👉পর্ব -১৫
✍️ পরম করুনাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
🌷সুরা আল বাকারা(আয়াত ৭৬-৮০)
৭৬. যখন তারা মুসলমানদের সাথে মিলিত হয়, তখন বলেঃ আমরা মুসলমান হয়েছি ।আর যখন পরস্পরের সাথে নিভৃতে অবস্থান করে, তখন বলেঃ পালনকর্তা তোমাদের জন্য যা প্রকাশ করেছেন ,তা কি তাদের কাছে বলে দিচ্ছ? তাহলে যে তারা এ নিয়ে পালনকর্তার সামনে তোমাদেরকে নিয়ে মিথ্যা প্রতিপন্ন করবে। তোমরা কি তা উপলব্ধি করো না?
৭৭. তারা কি এতোটুকু জানে না যে, আল্লাহ সে সব বিষয়েও পরিজ্ঞাত যা তারা গোপন করে এবং প্রকাশ করে?
৭৮. তোমাদের কিছু লোক নিরক্ষর। তারা মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া আল্লাহর গ্রন্থের কিছুই জানে না। তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই।
৭৯. অতএব তাদের জন্য আফসোস। যারা নিজ হাতে গ্রন্থ লিখে এবং বলে, ওটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ-যাতে এর বিনিময়ে সামান্য অর্থ গ্রহণ করতে পারে। অতএব তাদের প্রতি আক্ষেপ, তাদের হাতের লেখার জন্য এবং তাদের প্রতি আক্ষেপ, তাদের উপার্জনের জন্য।
৮০. তারা বলেঃ আগুন আমাদেরকে কখনো স্পর্শ করবে না; কিন্তু গনাগন্তি কয়েকদিন। বলে দিনঃ তোমরা কি আল্লাহর কাছ থেকে কোন অঙ্গীকার পেয়েছ যে,আল্লাহ কখনো তার খেলাপ করবেন না-- না তোমরা যা জানো না, তা আল্লাহর সাথে জুড়ে দিচ্ছ।
🌍আল্লাহ সত্য বলেছেন..
............উপরিউক্ত আয়াতসমূহের ব্যাখ্যা-----------
👉পরে লিখছি ইনশাআল্লাহ
জুলাই ০৭, ২০২৩
Tags :
সূরা বাকারা
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments