Tafsir-e-Quran সূরা বাকারা আয়াত (৮৬-৯০) - Tafsir e quran-তাফসীরে কোরআন

Tafsir e quran-তাফসীরে কোরআন

আসুন কোরআনের বাংলা অর্থ পড়ি ও জানি
thumbnail

সূরা বাকারা আয়াত (৮৬-৯০)

Tafsir-e-quran

সূরা বাকারা আয়াত (৮৬-৯০)


Surah Baqara ayat (86-90)
Surah Baqara ayat (86-90)


👉 পর্ব -১৭
✍️ পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

🌷সুরা আল বাকারা(আয়াত ৮৬-৯০)


৮৬. এরাই পরকালের বিনিময়ে প্রার্থীব জীবন ক্রয় করেছে।এতএব এদের শাস্তি লঘু হবে না এবং এরা সাহায্যও পাবে না।

৮৭. অবশ্যই আমি মুসাকে কিতাব দিয়েছি। এবং তার পরে পর্যায়ক্রমে রসূল পাঠিয়েছে। আমি মরিয়ম 
তনয় ঈসাকে সুস্পষ্ট মো'জেযা দান করেছি এবং পবিত্র রুহের মাধ্যমে তাকে শক্তি দান করেছি। অতঃপর যখনই কোন রসূল এমন নির্দেশ নিয়ে তোমাদের কাছে এসেছে, যা তোমাদের মনে ভালো লাগেনি, তখনই তোমরা অহংকার করেছ। শেষ পর্যন্ত তোমরা একদলকে মিথ্যাবাদী বলেছ এবং একদলকে হত্যা করেছ।

৮৮. তারা বলে, আমাদের হৃদয় অর্ধাবৃত। এবং তাদের কুফরের কারণে আল্লাহ অভিসম্পাত করেছেন। ফলে তারা অল্পই ঈমান আনে।

৮৯. যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব এসে পৌঁছালো, যা সে বিষয়ের সত্যায়ন করে, যা তাদের কাছে রয়েছে এবং তারা পূর্বে করত। অবশেষে যখন তাদের কাছে পৌঁছল যাকে তারা চিনে রেখেছিল, তখন তারা তা অস্বীকার করে বসলো। অতএব, অস্বীকারকারীদের ওপর আল্লাহর অভিসম্পাত।

৯০. যার বিনিময়ে তারা নিজেদের বিক্রি করেছে, তা খুবই মন্দ; যেহেতু তারা আল্লাহ যা নাযিল করেছেন, তা অস্বীকার করেছে-এই হঠকারিতার ধরুন যে, আল্লাহর স্বীয় বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা অনুগ্রহ নাজিল করেন। অতএব, তারা ক্রোধ এর উপর ক্রোধ অর্জন করেছে। আর কাফেরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি।

📓 আল্লাহ তায়ালা সত্য বলেছেন..

চলবে ইনশাআল্লাহ.....

📌রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন আমার পক্ষ থেকে একটা বাক্য হলেও পৌঁছিয়ে দাও"

তাই নিজে পড়ে জানার পাশাপাশি শেয়ার করে অন্যকে জানাতে সাহায্য করি এবং এই মূল্যবান পেইজে ইনভাইট করি যেখানে আল্লাহর বানী প্রচার হয় এতে যদি আমল নামায় কিছুটা দাওয়াতের সওয়াব লিখা হয় তবে তা কম কিসে???

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About

এই ব্লগটি সন্ধান করুন

Copyright . Blogger দ্বারা পরিচালিত.

সূরা বাকারা আয়াত ৯১-৯৫

Tafsir-e-quran সূরা বাকারা আয়াত (৯১-৯৫) পর্ব -১৮ ✍️ পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। 🌷সুরা আল বাকারা(আয়াত ৯১-৯৫) ৯১. আর...