(Part-1)
🍁 سوره البقره
.بسم الله الرحمن الرحيم
কোরআন মাজিদের দ্বিতীয় সূরা,
সূরাতুল বাকারা নাম করণের কারন
এই সূরায় একটি গুরুত্বপূর্ণ ঘটনা বাকারা তথা গাভীর আলোচনা বিস্তারিত এসেছে।এ সূরাটি সর্বসম্মতিক্রমে মাদানী । অর্থাৎ ,হিজরতের পর মদিনায় সর্বপ্রথম এটি অবতীর্ণ হতে শুরু করে। বিভিন্ন সময় বিভিন্ন আয়াত অবতীর্ণ হয়েছে।
এর একটি আয়াত واتقوا يوما ترجعون فيه الى الله কোরআনে হাকিমের সর্বশেষ আয়াত। এটি দশম হিজরি জিলহজ মাসে মিনায় অবতীর্ণ হয়েছে। এ সূরাতে ২৮৬টি আয়াত এবং ৪০টি রুকু রয়েছে।
🍁হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেছেন যে এ সূরার এমন 10 টি আয়াত রয়েছে কোন ব্যক্তি যদি সে আয়াত গুলো নিয়মিত পাঠ করে তবে শয়তান সে ঘরে প্রবেশ করতে পারে না ।এবং সে রাতের মতো সকল বালা-মুসিবত রোগ ও দুশ্চিন্তা দুর্ভাবনা থেকে নিরাপদে থাকবে। তিনি আরো বলেছেন যদি বিকৃত মস্তিষ্কের উপর এ দশটি আয়াত পাঠ করা হয় তবে সে ব্যক্তি সুস্থতা লাভ করবে ।আয়াত দশটি হচ্ছে: প্রথম চার আয়াত, মধ্যে তিনটি অর্থাৎ আয়তুল কুরসী ও তারপরে দুটি আয়াত এবং শেষ তিন আয়াত।
🍁বিষয়বস্তু ও মাসায়েল এর দিক দিয়ে ও সূরা বাকারা সমগ্র কোরআনে অন্যান্য বৈশিষ্ট্য ও মর্যাদার অধিকারী। এ সূরায় এক হাজারের মতো আদেশ-,নিষেধ , হেকমত, এবং সংবাদ ও কাহিনী রয়েছে।
🌴 সূরা আল বাকারা
(আয়াত ১ থেকে ৫)
১. আলিফ লাম মিম।২.এ সেই কিতাব যাতে কোনই সন্দেহ নেই ।পথ প্রদর্শনকারী পরহেযগারদের জন্য।
৩.যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে ,এবং নামায প্রতিষ্ঠা করে, আর আমি তাদেরকে যে রুযী দান করেছি তা থেকে ব্যয় করে।
৪.এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে। এবং সেসব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে ।আর আখেরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে।
৫. তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত আর তারাই যথার্থ সফলকাম।
🌏 আল্লাহ সত্য বলেছেন।
চলবে👈
<a href="https://www.teacheron.com/tutor-profile/6ZU3?r=6ZU3" target="_blank" style="display: inline-block;"><img src="https://www.teacheron.com/resources/assets/img/badges/viewMyProfile.png" style="width: 120px !important; height: 52px !important"></a>
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments